শুনইতে ঐছন রাইক বানী।
নাহ নিকটে সখি করল পয়ানি।।
দূর সঞে সো সখি নাগর হেরি।
তোড়ই কুসুম নেহারই ফেরি।।
হেরইত নাগর আয়ল তাহি।
কি করহ এ সখি আওলি কাহি।।
হমরি বচন কছু কর অবধান।
তুহুঁ জদি কহসি সে মানিনি ঠাম।।
সুনি কহে সে সখি নাগর পাস।
বিদ্যাপতি কহ পূরল আস।।