শুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দিরে।
বিচিত্র পালঙ্ক শেজ অতি মনোহর।।
আবেশে অবশ তনু গোরা নটরায়।
কি কহব অঙ্গশোভা কহন না যায়।।
মেঘের বিজুরী কিবা ছানিয়া যতনে।
কত রস দিয়া বিধি কৈল নিরমাণে।।
অতি মনোহর শেজ বিচিত্র বালিসে।
বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে।।
শুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দিরে।
বিচিত্র পালঙ্ক শেজ অতি মনোহর।।
আবেশে অবশ তনু গোরা নটরায়।
কি কহব অঙ্গশোভা কহন না যায়।।
মেঘের বিজুরী কিবা ছানিয়া যতনে।
কত রস দিয়া বিধি কৈল নিরমাণে।।
অতি মনোহর শেজ বিচিত্র বালিসে।
বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে।।