শীতল দুলহ কর দেয়ল পায়।
মানে মুগধি হাম না পেখনু হায়।।
যামিনি জাগি আয়ল মঝু পাশ।
হাম নাহি হেরনু করলু নৈরাশ।।
পালটি পালটি ফেরি হরি চলি গেল।
গোবিন্দদাস কহে মরমক শেল।।