শিশু কোলে করি বসুদেব রায়
গোকুল প্রবেশে গিয়া।
নন্দের মহলে অতি কুতুহলে
গেলা সে আ [* * ] হয়া।।
পুত্র কোলে করি ‘নন্দ, নন্দ’ বলে
শুনিঞা বাহির হয়্যা ।
দেখি বসুদেবে নন্দ কহে তবে
হ [ * * * *](১) ।।
“সপ্তম গর্ভেতে (২) পুত্র উপজিল
সকলি বধিল কংসে।
অষ্টম গর্ভে এই পুত্র হল্য
ই[হাকে করিবে] ধংসে।।
এই পুত্র আমি তোমা সমপ্পিল
তুমি সে পরম বন্ধু।
এই নিবেদন করিল তোমারে
এই সে [ ] কের (৩) সিন্ধু।।
বহু তপ-ফলে এ ধন পাঞাছি
বহুত কামনা করি।
দেবতা দিয়াছে এ ধন-সম্পদ
[* *] ইশ্বর হরি।।
হরি দেব সাধি দিয়াছেন বিধি
এই সে বালক মোর।
ভয় মহাভয় পায়্যা [* *] ম
আইলুঁ তোমার ওর।।”
নন্দ বলে –”আজি এই নিশা জোগে
হয়্যাছে রূপসী কন্যা ।
সংসারে [ * * * *]
[ ]মণি সুন্দরী ধন্যা।।”
“ভাল ভাল”–বলি কহে বসুদেব
”চলহ দেখিব তারে।”
মনের আনন্দে [* * *]
প্রবেশে সূতিকা-ঘরে।।
দেখিল সে কন্যা পরম রূপসী
রূপের তুলনা নাঞি।
বসুদেব বলে– “[* *]লেহ
দিলাঙ তোমার ঠাঞি।।
লালন পালন করিবে ছাআলে
এই সে তোমার পুত্র।
মনের আনন্দে [* *] দিলাঙ
কহিল ইহার সুত্র।।”
এ বোল শুনিঞা আনন্দে জসদা
বালক লইঞা কোলে।
লক্ষ লক্ষ চু[ম্ব দিল] সে বদনে
চণ্ডিদাস সুখী ভালে।।