শিশুকালের ভালবাসা
তোমরা বল কি।
কিসের লাগ্যা ডর করিব
বাপের ঘরের ঝি।।
তোমারও তো কও কথা
হৈয়া কুলনারী।
আমার সাথে দেখি লোকে
করে ঠারাঠারি।।
চাউটা-নাউটা কত কথা
কয় কত ঠাঞি।
এমন কভু দেখি নাই
শুন আগো মাই।।
সব যুবতী মেলি মোরা
গিয়াছিলাম জলে।
চৌখের মাথা খায়্যা কেবা
বৈলা দিল ঘরে।।
লোচন বলে ডর কি হেইলো
নোত রাখ্যাছে কেটা।
কাকে সতী রাখ্যাছে সে
নন্দ ঘোষের বেটা।।