শিরে শিখিপঙ্খ সঙ্গে নব মালতী
মধুকর তঁহি কত রঙ্গে।
মনমথ মাথ হাতে দেই কাঁদত
হেরইতে ভাঙবিভঙ্গে।।
সজনি অপরূপ নিরমিল ধাতা।
বয়েস কিশোর ওর নাহি লাবণি
দরশে পরশসুখদাতা।।ধ্রু।।
বেশবিলাস সরস মধুর ধ্বনি
কত আদর দিঠি বঙ্কে।
চন্দনচন্দ কলাকুলকৌশল
তে নহ শশি অকলঙ্কে।
ও চরণপঙ্কজে শশি আসি লঠুই
ভ্রমর চকোর করু দ্বন্দ্ব।
জ্ঞানদাস কহ ঝরয়ে নিরন্তর
অদভূত সুধা মকরন্দ।।