শিরপর থারি যতন করি ধয়লহি
রাইক মন্দিরে গেল।
যশমতি বচন কহল সব গুরুজনে
সো সব অনুমতি দেল।।
সুন্দরি সখি সঞে কয়ল পয়াণ।
রঙ্গ পট্টাম্বরে ঝাপল সব তনু
কাজরে উজর নয়ান।।
দশনক জোতি মোতি নহে সমতুল
হসইতে খসে মণি জানি।
কাঞ্চন কিরণে বরণ নহে সমতুল
বচন কহয়ে পিকু-বাণি।।
করপদতল থল- কমলদলারুণ
মঞ্জির রুনু ঝুনু বাজ।
গোবিন্দদাস কহ রমণি শিরোমণি
জীতল মনমথ রাজ।।