শিরপরি লাল জরি বান্ধে যুবরাজ।
শ্রুতিমূলে কুণ্ডল মনোহর সাজ।।
নাসা পাশে মোতি নোলকে ঝলকায়।
সূক্ষ্ম সুতলী পুন দেওল গায়।।
হাঁসলি দেয়লি কন্ঠক মাঝ।
উরপর রতনক পদক বিরাজ।।
কটিহু কাটারি পটুকা করু বন্ধ।
ভালে ভাল শোভয়ে চন্দন চন্দ।।
হলধর ধরি কর চলু দরবার।
আগে পাছে যায় কাছে দাসপরিবার।।
দুহুঁ মেলি বৈঠলি ব্রজরাজ পাশে।
সভাজন রঞ্জয়ে সরস সম্ভাষে।।
করু কবিশেখর সময় বিচার।
সভ্য লই বৈঠল রাজকুমার।।