শাঙলী ধবলী বনে না পাইয়া
আকুল হইলা কানু।
বেণু বাঁশী পূরি সঘনে সঘনে
তবু না মিলিল ধেনু।।
আকুল হইল নন্দের নন্দন
ধেনু হারাইয়া বনে ।
আন নাহি চিতে চাহি চারি ভিতে
আন সে নাহিক মনে।।
“কি বোল বলিবে যশোদা মায়েরে
বনে ধেনু হল হারা !”
এ বোল বলিতে ফুকরি ফুকরি
নয়নে গলয়ে ধারা।।
“হায় হায় আজি বনের ভোজনে
বড়ই পাইল তাপ।
কি বোল বলিব মুখে না নিঃসরে
ভোজন হইল পাপ।।
এমন কে জানে নিব গাই বনে
শাঙলী ধবলী গাই।
আজু আচম্বিতে গেল কোন্ ভিতে
কিছু না জানিল তাই।।
কেমনে গৃহেতে যাইব সাক্ষাতে
সেই নন্দঘোষ-পাশে।”
“ধেনু-বৎস বনে হরে কোন জনে”–
কহে দ্বিজ চণ্ডীদাসে।।