শর্ব্বরী উজোরল চান্দে।
হেরি ধনি ফুকুরিঞা কান্দে।।
পরভূত কুহু কুহু নাদ।
শুনইতে বড় পরমাদ।।
বিদগধ রসিক মুরারি।
আশোয়াসি কাহে বর নারী।।
ছটফট ধরণী শয়নে
কত সহে অবলা-পরাণে।।
নিমিখে কলপ করি মান।
গোবিন্দদাস ইহ জান।।