শরদ সুখদ নিশি রাস পরিচ্ছেদ।
মধুর মধুর তাহে গায় নটষাদ।।
বলয়া নূপুরধ্বনি বাজয়ে অধিক।
শশধর উজ্জ্বল প্রকাশ দশ দিগ।।
নাচে সব ব্রজবধূ অতি উল্লসিত।
মিলিয়া শ্রীবৃন্দাবনে গোপাল সহিত
প্রতি যূথে মণ্ডিত কুণ্ডল উৎপল।
উচ্চ পয়োধর ভার গলিত অঞ্চল।।
নিপতিত কবরি জড়িত ফুলদাম।
গোবিন্দদাস কহে অতি অনুপাম।।