লোচন চপল বদন সানন্দ।
নীল নলিনি দলে পূজল চন্দ।।
পীন পয়োধর রুচি উজরী।
সিরিফলে ফললি কনক-মঁজরী।।
গুণমতি রমনী গজরাজ-গতী।
দেখলি মোয়ঁ জাইত বর জুবতী।।
গরুঅ নিতম্ব উপর কুচ-ভার।
ভাঁগিবাকে চাহএ থেঘিবাকে পার।।
তনু রোমাবলি দেখিএ ন ভেলি।
নিজ ধনু মনমথে থেঘ ন দেলি।।
সম্ভ্রম সকল সখী জন বারি।
পেম বুঝওলক পলটি নিহারি।।
আওর চতুর পন কহহি ন জাএ।
নয়ন নয়ন মিলি রহিল নুকাএ ।।
তখন সয়ঁ চাঁদ চঁদন ন সোহাব।
অবোধ নয়ন পুনু তঠমাহি ধাব।।