লীলা শুনইতে শীলা দরপই
গুণ শুনি মুনি-মন ভোর।
ও সুখ-সায়রে জগ-জন নিমগন
শ্রবণে পরশ নহ মোর।।
হরি হরি কি শেল রহল মোর চিত।
না শুনিলুঁ শ্রুতি ভরি নাগর নাগরি
দুহুঁজন-মধুর-চরিত।।
সোই গোবর্দ্ধন সোই বৃন্দাবন
সো নব-রসময় কুঞ্জে।
সো যমুনা-জল কেলি কুতূহল
হত-চিত তাহে নাহি রঞ্জে।।
প্রিয়-সহচরিগণ সঙ্গে আলাপন
খেলন বিবিধ বিলাস।
হৃদয়ে না স্ফুরই বিফলে সে জীবই
ধিক্ ধিক্ বলরাম দাস।।