লীলাছলে কেন কাঞ্চন গোরা।
গোবিন্দ ফাগুরঙ্গে ভেল ভোরা।।
দেবকুমারি নাগরিগণ সঙ্গ।
পুলক কদম্ব করম্বিত অঙ্গ।।
ফাগুয়া খেলত গৌরতনু।
প্রেম সুধাসিন্ধু আরতি জনু।।
ফাগু অরুণ তহ অরুণহি চীর।
অরুণ নয়ানে ঝরু অরুণিম মাল।
অরুণ ভকত সব গায় রসাল।।
কত কত ভাব বিথারল অঙ্গ।
নয়ন ঢুলায়ত প্রেমতরঙ্গ।।
হেরি প্রিয় গদাধর লহু লহু হাস।
সো নাহি বুঝল গোবিন্দদাস।।