লিখব উনৈস সতাইসক সঙ্গ।
সে পুনি লিখব পচীসক সঙ্গ।।
জনিকাঁ সোপি গেলা মোর আহি।
সে পুনি গেলাহ দেখব নহিঁ তাহি।।
বড় অনুচিত আনক পরবেস।
সে পুনি এলাহ তকর সনেস।।
মাধব জনু দীঅহ মোর দোস।
কতদিন রাখব হুনক ভরোস।।
ভনহিঁ বিদ্যাপতি আখর লেখ।
বুধ জন হো সে কহে বিসেখ।।