লালসাদি যৌবন লুটিল বুঝিলামনা কানুর ফাঁকি হায় গো নারীর উপায় কি। ধু
প্রেমের ভরা লুঠ্যা চোরা মোরে দিয়া গেল ফাঁকি।
হৃদে বৈয়া মধু খাইয়া শ্যামে কৈলা উদাসী, হাতে বাঁশি মুখে হাসি কদম্ব ডালে বসি
বংশীর স্বরে কুল মজাইলুঁ জগতে হৈলুঁ কলঙ্কী।
মাখন চোরা কি ক্ষেণে পোড়া পন্থে হি চৌকি দে
লুটিল যৌবন ভাঙ্গিল কুম্ভ কুবোল বোলে সন্ধ্যে।
হৃদে কালা মুখে কালা চিন রাখাল জাতি
গোঠে থাকে ধেনু রাখে সে কি জানে পিরীতি।
প্রেম সাগরে ভাসাই মোরে ভাঙ্গিল শ্যামের পিরীতি
জাতি গেল কুল গেল এবে নারীর কোন্‌ গতি।
শ্রী গো রাধের যুগল পদে কমর আলি ভণ্যাছি
বুঝিয়া চরিত করিও পিরীত কে হয় মরণের সাথী।