লাখবাণ কনক কষিল কলেবর।
মোহন সুমেরু জিনিয়া সুঠান।।
গদ গদ নীর ধীর নাহি বান্ধই ।
ভুবন-মোহন কিয়ে নয়ান-সন্ধান।।
দেখরে মাই সুন্দর শচিনন্দনা।
আজানুলম্বিত ভুজ বাহু সুবলনা।।
ময়-মত্ত হাতি ভাতি গতি চলনা।
কিয়েরে মালতীর মালা গোরা অঙ্গে দোলনা
শরদ-ইন্ধু জিনি সুন্দর বয়না।
প্রেম-আনন্দে পরিপূরিত নয়না।।
পদ দুই চারি চলত ডগমগিয়া।
থির নাহি বান্ধে পড়ত পহু ঢলিয়া।।
গোবিন্দদাস কহে গোরা বড় রঙ্গিয়া।
বলিহারি যাও মুঞি সঙ্গের অনুষঙ্গিয়া।।