রয়নি ছোটি অতি ভীরু রমনী।
কতি খনে আওব কুঞ্জরগমনী।।
ভীমভুজঙ্গম সরনা।
কত সঙ্কট তাহে কোমল চরনা ।।
বিহি পায়ে করোঁ পরিহর।
অবিঘিনে সুন্দরি করু অভিসার।।
গগন সঘন মহি পঙ্কা।
বিঘিনি বিথারত উপজয় শঙ্কা।।
দস দিস ঘন অন্ধিয়ার।
চলইত খলই লখই নহি পার।।
সব জনি পলটি ভুললি ।
আওত মানবি ভাল ত লোলি।।
বিদ্যাপতি কবি কহই।
প্রেমহি কলবতি পরাভব সহই।।