রূপ দেখি লোচন নাহি নেউটায় ক্ষণ
মন অনুগত নিজ লাভে।
অপরশে দেই পরশরসসম্পদ
শ্যামর সহজ স্বভাবে।।
সখি হে মুরতি পিরীতিসুখদাতা।
প্রতি অঙ্গ অখিল- অনঙ্গরসসায়র
নায়র নিরমিল ধাতা।।
লীলা লাবণি অবনী অলঙ্করু
কি মধুর মন্থর গমনে।
লহু অবলোকনে কত কুলকামিনী
শুতল মনসিজ শয়নে।।
অলখিতে আকুল অন্তর অপহর
বিছুরণ না হয় স্বপনে।
জ্ঞানদাস কহে তবহুঁ কৈছন হয়ে
যব হব তনু তনু মিলনে।।