রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি গোলোকে বিহরে কুতূহলে। ব্রজ-রাজ-নন্দন গোপিকার প্রাণ-ধন কি লাগি লোটায় ভুমি-তলে।।