রূপে রহল আঁখি লাগি।
হিয়ায় ভরল প্রেমআগি।।
শ্রবণ হরিয়া নিল বংশী।
মন মনমথঅহি দংশী।।
শ্যাম দুআঁখর মন্তর।
জপে কাঁপে বহু অন্তর।।
তোহে নিবেদঙ শুন সজনি।
রাই জারল শ্যাম আগুনি।।
না কহিতে কহে বদন।
ধনি সুবদনী কহে লোচন।।
রূপে রহল আঁখি লাগি।
হিয়ায় ভরল প্রেমআগি।।
শ্রবণ হরিয়া নিল বংশী।
মন মনমথঅহি দংশী।।
শ্যাম দুআঁখর মন্তর।
জপে কাঁপে বহু অন্তর।।
তোহে নিবেদঙ শুন সজনি।
রাই জারল শ্যাম আগুনি।।
না কহিতে কহে বদন।
ধনি সুবদনী কহে লোচন।।