রাসরঙ্গথল পরম সুশীতল
সহচরিগণ তহি ঘেরি।
দুহুঁ মুখ চাহি পাই পরমানন্দ
বাজনযন্ত্রে তন্ত্রে করু মেলি।।
রঙ্গিণি রাই রঙ্গিয়া শ্যামরায়।
দুহুঁ দুহাঁ চাই দুহুঁক মুচুকায়নি
ঝুলাই নূপুর পরবেশল তায়।।ধ্রু।।
শ্যামর গোরি হোই অতি উলসিত
রচই সরস পরবন্ধ।
ইনহি ইনহি মঝু ওর সেঁ গাওব
সখিক ভাগ নিরবন্ধ।।
নরতন মঙ্গল পরম সুসঙ্কুল
গাওত বাওত আলি।
রহি রহি পাদ পসারত দুহুঁ জন
বাওনি বোলে ভালি ভালি।।
হেরি হেরি নাগর নাগরি সুনর্ত্তন
ঊয়ল সহচরি সুখ।
কুঞ্জলতা কিয়ে এ রসে মিটায়ব
কৃষ্ণকান্ত অন্তর দুখ।।