রাসজাগরণে নিকুঞ্জভবনে
আলুয়া আলসভরে।
শুতলি কিশোরী আপনা পাসরি
পরাণনাথের কোরে।।
সখি হেল দেখসিয়া বা।
নিন্দ যায় ধনী চাঁদবদনী
শ্যামঅঙ্গে দিয়া পা।।ধ্রু।।
নাগরের বাহু শিথান করিয়া
বিথান বসনভূয়া।
নিশাসে দুলিছে রতনবেশর
হাসিখানি তাহে মিশা।।
পরিহাস করি নিতে চাহে হরি
সাহস না হয় মনে।
ধীরি করি বোল না করিহ রোল
জ্ঞানদাস রস ভণে।।