রামা হে ক্ষেম অপরাধ মোর।
মদন-বেদন না যায় সহন
শরণ লইলুঁ তোর।। ধ্রু।।
ও চাঁদ মুখের মধুর হাসনি
সদাই মরমে জাগে।
মুখতুলি যদি ফিরিয়া না চাহ
আমার শপথি লাগে।।
তোমার অঙ্গের পরশে আমার
চিরজীবী হউ তনু ।
জপ তপ তুহুঁ সকলি আমার
করের মোহন বেণু।।
দেহ-গেহ-সার সকলি আমার
তুমি সে নয়ানের তারা।
আধ তিল আমি তোমা না দেখিলে
সব বাসি আন্ধিয়ারা।।
এত পরিহার করিয়ে তোমারে
মনে না ভাবিহ আন।
করজ লিখিয়া লেহ যে আমার
দাস করি অভিমান।।
জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি
এ কোন ভাব-যুগতি।
কানু সে কাতর সদয় হইয়া
কেন না কর প্রতীতি ।।