রাধে দেখ এক মূরতি মোহন।
অনেক যতন করি লিখিয়া এনেছি গো
এক মনে কর দরশন।।
কানড়া-কুসুম জিনি দলিত অঞ্জন গো
নব জলধর জিনি ছটা।
কটিতে কিঙ্কিণী পীতাম্বর পরিধান গো
ভালে শোভে চন্দনের ফোঁটা।।
চাঁচর চিকুর চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো
গলে দোলে বিনোদ বনমালা।
বিম্বাধরে বংশী লয়ে কত তান গায় গো
চরণে নূপুর করে আলা।।
আর কত ভঙ্গী তার লিখিতে নারিলুঁ গো
লিখিব কতেক পরকার।
গোবিন্দদাস কহে ঐ সে উচিত গো
করিতে গলার মণিহার।।