রাধিকা রূপসী লইয়া তুলসী
কহয়ে মরম কথা।
কাননে গমন করহ এমন
নাগরশেখর যথা।।
সময় বুঝিয়া সরস হইয়া
মিলিবে নাগর কান।
চতুর নিকটে কহিবে কপটে
রাখিবে আপন মান।।
তুলসী উলসি মনেতে হরষি
চলিলা রাইয়ের বোলে।
তাম্বূল কর্পূর লৈয়া ফুলহার
মিলিলা সরসীকূলে।।
দেখিয়া তুলসী নাগর উলসি
যতনে বসাই কাছে।
আপন আকুলি কহিয়া সকলি
রাইয়ের গমন পুছে।।
এ ধনি চতুরী না কর চাতুরী
আমার শপতি তোরে।
রাধার কুশল কহিয়া সকল
শীতল করহ মোরে।।
সে যে বিনোদিনী দিবস রজনী
অন্তরে খেলয়ে মোর।
শুতিলে স্বপনে দেখিয়ে সেজনে
শপতি করিয়ে তোর।।
তুলসী চতুরা কহয়ে মধুরা
কাতর দেখিয়া কান।
তুষিয়া তাহারে চলিলা সত্বরে
রাখিয়া আপন মান।।
বিরা বৃন্দা আসি রাই রসে রসি
সাজায়ল নিজ মনে।
করি সমাপন আসিতে ভবন
তুলসী মিলিলা বনে।।
হাস পরিহাসে রাইক আবাসে
আইলা সকল সখী।
শেখর সহিতে বারতা শুনিতে
সজল রাধার আঁখি।।