রাধিকা যতেক মিনতি করয়ে
কিছুই না মানে হরি।
যে ছিল বাসনা মনের কামনা
নিজ মনোরথ ভরি।।
শুন বিনোদিনি রাই।
তোমা হেন ধন অমূল্য রতন
বহুত যতনে পাই।।ধ্রু।।
যমুনার কূলে কদম্বের তলে
পূরিল মনের সাধা।
দেখি সখীগণ কহিছে বচন
এ কেমন দেখি রাধা।।
যমুনা-হিলন বহিছে পবন
কেন বা হালিছে অঙ্গ।
নিমানন্দে বোলে গিয়াছিল জলে
না বুঝি কেমন রঙ্গ।।