রাধা-শ্যামরূপ দেখিয়া মোহিত
নব নব বরনারী।
কে হেন আনন্দ রস পরিপাটী
রূপ অপরূপ ভালি।।
বিহি সে রসিয়া কেমনে পশিয়া
গড়ল কেমন ছাঁদে।
কত সুধা দিয়া গড়ল এ দেহা
মুখানি বন্ধান বাঁধে।।
দু হু রূপ দেখি নয়নিয়া পাখী
চঞ্চল তাহার মন।
হেন করে মন চাঁদের ভরমে
সুধারস পিতে কন।।
এ বর-নাগরী রসের গাগরি
নাগর রসের সিন্ধু।
দোঁহার রূপেতে আলো বৃন্দাবন
কৈল মুখ কোটী ইন্দু।।
দুঁহু রূপ হেরি বরজ-নাগরী
মোহিত হইল সবে।
চণ্ডীদাস কহে দোঁহার চরণ
শরণ মাগয়ে সবে।।