রাধা রাণি শ্যাম রসরাজ।
বৃন্দাদেবী রচিত রাজআসন
রঙ্গ হিণ্ডোরক মাঝ।।ধ্রু।।
বাজত কিঙ্কিণি নূপুর সুমধুর।
নটত হার মণিমাল।
মধুকরনিকর রাগ জনু গায়ত
গুনগুন শবদ রসাল।।
সমুখা সমুখি হেরই পরস্পর।
দুহুঁজন হসিত বয়ান।
দোলালম্বিত কুসুমপত্রযুত
শাখা বীজনক ভান।।
দুহুমন রীঝে ভিজি রসবাদর
আদর কো করু ওর।
উদ্ধব দাস আশ করি হেরইতে
সখি সঞে যুগল কিশোর।।