রাধা মাধব সুমধুর কেলি।
দুহুঁরুপে দুহুঁজন নিমগন ভেলি।।
উলসিত বিনোদ নাগরবর কান।
কহই অমিয়াবাণি হসিত বয়ান।।
সুন্দরি কি কহব তোহারি বাখান।
অলপে জিতলি তুহুঁ ইহ পাঁচবাণ।।
ভুরুয়া কামান নয়ানকোণে এক।
আর এক ইষত হাস পরতেক।।
করহি সুকুসুম তাহে এক হোয়।
কুঞ্চিত কেশ দরশে এক সোয়।।
অঙ্গহি অঙ্গ কিরণ কত ভেল।
হেরি পরাভর হোই চলি গেল।।
কহ কবি শেখর কি কহব কান।
লাখ বয়ানে নহত পরিমাণ।।