রাধা নাম কি কহিলে আগে।
শুনইতে মনমথ জাগে।
সখি কাহে কহলি উহ নাম।
মন মাহা নাহি লাগে আন।।
কহ তছু অনুপম রূপ।
বুঝলম অমিয়া স্বরূপ।।
হেরইতে আঁখি করে আশ।
কহে রাধামোহন দাস।।
রাধা নাম কি কহিলে আগে।
শুনইতে মনমথ জাগে।
সখি কাহে কহলি উহ নাম।
মন মাহা নাহি লাগে আন।।
কহ তছু অনুপম রূপ।
বুঝলম অমিয়া স্বরূপ।।
হেরইতে আঁখি করে আশ।
কহে রাধামোহন দাস।।