রাধা কানু সর্বত্রে বিলাসী। রাধিকার মন মাঝে কালিয়া শ্যামের বাঁশী।। ধু
জগতে ব্যাপিত আছে কৃষ্ণ যার নাম। সকল গোকুলে সে রাধার বন্ধু শ্যাম।।
সোম রবি যার রূপ দেখি লজ্জা পায়। সেই গীত সতত রাধার মনে গায়।।
সাহা কেয়ামদ্দিন গুরু প্রেমাগানে বশ। রাধা সঙ্গে বনমালী ভোগে প্রেমরস।।