রাধাশ্যাম পাশা খেলে অতি মনোহর।
কাঞ্চনের পাটী লয়ে দিল থর থর।।
রাই নিল কাল গুটি গোরি নিল শ্যাম।
কাঞ্চনের পাটী লয়ে খেলে অনুপাম।।
শ্যাম কহে বিনোদিনী আগে কর পণ।
হারিলে হারিবে তুমি যত আলিঙ্গন।।
বিনোদিনী কহে শুন বিদগধ রায়।
এ কথা কহিতে মুখে লাজ নাহি পায়।।
হারিলে লইবে টার কঙ্কণ আমার।
জিনিলে লইব আমি মুরলি তোমার।।
একথা শুনিয়া দৃঢ় প্রমাণ করিয়ে।
ললিতার সাক্ষী রাখে করচা পাড়িয়ে।।
পাশা খেলে ব্রজরাজ দশ দশ বলি।
বিপু বিপু বলি ডাক দিল চন্দ্রাবলি।।
দশ না পড়িল শ্যামের বৈরি হৈল সার।
গোপীগণ মাঝে শ্যাম পাইল বড় লাজ।।
খেলিতে না পারে শ্যাম করিছেন চুরি।
রাধা ও বিশাখা সব দিছে টিটকারি।।
দাস গোবিন্দ কহে শ্যাম না খেলিহ আর
হেন বুঝি পাছে মুরলি তোমার।।