রাধাশ্যাম দুহুঁ রে বিহরে কুঞ্জবনে।
দুই চন্দ্র এক ঠাম বয়ানে বয়ানে।।
কাজরে মিশেছে রাই নব গোরোচনা।
নীলমণির অন্তরে পশিছে কাঁচা সোনা।।
নব কুবলয় জিনি নাগর শ্যাম।
কষিত কাঞ্চন জিনি রাই অনুপাম।।
বিনোদিয়া নাগরের নাগরী রহু কোলে।
কাল জলে সোনার কমল যেন হেলে।।
সোনার বরন রাই কালিয়া নাগর।
সোনার কমলে যেন পশেছে ভ্রমর।।
রাধা শ্যামর রূপে কি দিব তুলনা।
কানু মরকত মণি রাই কাঁচা সোনা।।
গোবিন্দদাস দোঁহা দেখিয়া বিভোর।
সোনায় সোহাগা যেন মিশায়েছে জোর