রাধার মন জানি রসিক মুরারি
(যবে) রজনী গহন ভেল।
বুঝিয়া নাগর নিঃশব্দ নগর
রাধার মন্দিরে গেল।।
অতি সুবাসিত বারি ঢালি রাধা
ধোয়াল চরণ দুই।
কেশ পাশ দিয়া চরণ মুছায়া
বিচিত্র পালঙ্কে লই।।
মৃগমদ ভরি চন্দন কটোরি
অগোর মিলিত তায়।
মনের হরিষে সুনাগরী রাধে
লেপিছে শ্যামের গায়।।
নানা ফুলদাম অতি অনুপাম
গলে পরায়ল রাধা।
রূপ নিরক্ষীণ করে ঘনে ঘন
তিলেক নাহিক বাধা।।
কানুর শ্রীমুখ যেন শশধর
যেমন পূর্ণিমার শশী।
রাই সে চকোর পাই নিরন্তর
পিতেছে সে রস রাশি।।
চণ্ডীদাসে কয় — “হেন মনে হয়
শুনহ কিশোরী রাধে।
মনের মানসে দিয়া আসপাশে
দৃঢ় করি বান্ধ সাধে।।”