রাধার বেশে শোভা বনাইছে

রাধার বেশে শোভা বনাইছে
চিকুর আঁচরি চুল।
তাহে সুগন্ধিত আগরু চন্দন
বেড়িয়ে মল্লিকা ফুল।।
বেণীর সুছাঁদ দৃঢ় করি বাঁধে
কি কব তাহার কথা।
অতি শোভা দেখি কাল-জাদ সাখী
দেখিতে হিয়াতে ব্যথা।।
চাঁদ ঝল মল শ্রীমুখমণ্ডল
ভালে সে সিন্দুর ফোঁটা।
তার মাঝে মাঝে চন্দনের বিন্দু
আঙ্গুলি বিধুর ঘটা।।
নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ
অধর রাতুল দেখি।
গলে গজমতি লম্বি আছে তথি
কাঁচুলি তাহাতে সাখী।।
নিতম্বমণ্ডল ঘাগর কিঙ্কিণী
চলিতে বাজয়ে ভাল।
নানা আভরণ বিবিধ ভূষণ
মোহিত সকলি ভেল।
সোণার বরণ তাহে আরোপিত
পীতের বসন ভালি।
সোণার নূপুর চলিতে মধুর
বাজয়ে পঞ্চম তালি।।
রাধা মাঝে করি চলে ব্রজনারী
পশরা লইয়া মাথে।
চণ্ডীদাস বলে রাই বিনোদিনী
চলিলা মথুরা পথে।।



সন্ধিনী
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ