রাধার প্রেমের ভরে বিনোদ নাগর।
ধরি সুবলের করে কাতর অন্তর।।
দোঁহে চলি আয়ল নিকুঞ্জক মাঝ।
রাইকুণ্ডতীরে সে বসিলা রসরাজ।।
বৃন্দা দেখি তহিঁ মীলল যাই।
তাহে মিনতি বহু করল কানাই।।
শুনি আওল সোই রাইক পাশ।
উদ্ধব দাস কহ মধুরিম ভাষ।।
রাধার প্রেমের ভরে বিনোদ নাগর।
ধরি সুবলের করে কাতর অন্তর।।
দোঁহে চলি আয়ল নিকুঞ্জক মাঝ।
রাইকুণ্ডতীরে সে বসিলা রসরাজ।।
বৃন্দা দেখি তহিঁ মীলল যাই।
তাহে মিনতি বহু করল কানাই।।
শুনি আওল সোই রাইক পাশ।
উদ্ধব দাস কহ মধুরিম ভাষ।।