রাধারে দেখিয়া উনমত হইয়া
যশোদা করল কোরে।
মুখানি ধরিয়া চুম্বন করিতে
ভাসল নয়ান লোরে।।
সে যে রসবতী করিল প্রণতি
যশোদা রোহিণী পায়।
প্রিয় সখীগণ গোপত বসন
সোঁপল ধনিষ্ঠা ঠায়।।
পাইয়া বসন করল গোপন
ধনিষ্ঠা যতন করি।
করিয়া আদর লই উপহার
রাণীর নিকটে ধরি।।
বিবিধ বিধান দেখিয়া পক্কান্ন
হরিষ তাহার চীত।
যশোদা রোহিণী বুঝল কাহিনী
দেখিয়া রাইক রীত।।
আসি দাসীগণ রাধার চরণ
ধোয়াল শীতল নীরে।
অতি সুকোমল ও থলকমল
মোছল পাতল চীরে।।
রোহিণী সহিতে রন্ধন করিতে
বসিলা রাজার ঝী।
সব সখীগণ যোগায় যোগন
শেখর যোগায় ঘী।।