রাধামুখ কঙল বিমল
নিরখি চিত রিঝাওয়ে।
কোটি চন্দ্র কোটি ভানু
মদন ছবি নিছাওয়ে।।
ভাল সুন্দর অতি মনোহর
কুবলয় দলনয়নী।
অধর অরুণ মুকুতা দশন
হাস অমিয়া বয়নী।।
শ্রবণভূখণ জিনি রবিছবি
বেশরযুত নাসা।
ঘন মৃগমদতিলক অলক
খলিত চাঁচর কেশা।
জিনি নবঘন নীল বসন
গলে গজমোতি হার।
ত্রিভূবন মন মোহিনি রূপ
উদ্ধব বলি হার।।