রাধামাধব সখিগণ সঙ্গ।
নাহি উঠল তিরে মোছল অঙ্গ।।
সভে মেলি কয়ল বসন পরিধান।
করতহিঁ বহুবিধ বেশ বনান।।
বৈঠল দুহুঁ জন নিরজনকুঞ্জে।
রতনপীঠ পর আনন্দপুঞ্জে।।
বহু উপকার তাহি আনি দেল।
ভোজন কয়ল সখীগণ মেল।।
ভোজন সারি শয়নপরিষঙ্কে।
নাগরি শূতল নাগরঅঙ্কে।।
ললিতা তাম্বূল বীড় বনাই।
উদ্ধবদাস কবে দেওব যোগাই।।