রাধামাধব রতি-রণ বিরমে।
বৈঠল মাধব রাধা বামে।।
হেরি সহচরি কোই চামর বিজই।
বয়ান পাখালি বসনে কোই মোছই।।
কোই সখি দেয়ল তাম্বুল বয়নে।
আনন্দে হেরই ঢরঢর নয়নে।।
কোই সখি দেয়ত গন্ধ সুবাসে।
চরণ সেবন করু বলরাম দাসে।।
রাধামাধব রতি-রণ বিরমে।
বৈঠল মাধব রাধা বামে।।
হেরি সহচরি কোই চামর বিজই।
বয়ান পাখালি বসনে কোই মোছই।।
কোই সখি দেয়ল তাম্বুল বয়নে।
আনন্দে হেরই ঢরঢর নয়নে।।
কোই সখি দেয়ত গন্ধ সুবাসে।
চরণ সেবন করু বলরাম দাসে।।