রাধামাধব নীপ-মূলে।
কেলি-কলারস দানছলে।।
দূরে গেও সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপ-মূলে বৈঠল রাই।।
ভুজে ভুজে বেঢ়ি দোহার বয়নে বয়ন।
কমলে মধুপ যেন হইল মিলন।।
দোহার অধর-মধু দোঁহে করু পান।
নিজ অঙ্গে দিল রাই ঘন-রস দান।।
মীলল দুহু জন পূরল আশ।
আনন্দে সেবই গোবিন্দদাস।।