রাধামাধব নীপমূলে।
কেলিকলারসদান ছলে।।
দুহুঁ দোঁহা দরশই নয়নবিভঙ্গ।
পুলকে পুরল তনু জরজর অঙ্গ।।
দূরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপমূলে লুঠই রাই।।
দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর।।
দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ।
জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস।।