রাধামাধব দোঁহে অতি মনোহর।
উঠিয়া বসিলা পুষ্পশয্যার উপর।।
রতির আলসে আঁখি মেলিতে না পারে।
দুহুঁ ঢুলি ঢুলি পড়ে দোঁহার উপরে।।
কপূর্র তাম্বুল চূয়া সুগন্ধি চন্দন।
মঙ্গল আরতি সখী করয়ে সেবন।।
শুনি চমকিত মন কোকিলের রায়।
জ্ঞানদাস দুহুঁ রসালস গায়।।