রাধামাধব দুহুঁ তনু মীলল
উপজল আনন্দ-কন্দ।
কনক-লতায়ে তমাল জনু বেঢ়ল
রাহু গরাসল চন্দ।।
যৈছন কমলে ভ্রমরা রহু মাতি।
জলদে বেঢ়ল জনু তড়িত লতাবলি
রতির-পতি বিদরয়ে ছাতি।।
নীলমণি রতন কাঞ্চনে জনু বেঢ়ল
ঝামর ভেল মুখ-জোতি।
শ্রম-ভরে স্বেদ বিন্দু বিন্দু চোয়ত
যৈছন জলদে বিথারল মোতি।।
নারি পুরুষ দুহুঁ লখই না পারিয়ে
অপরূপ দুহুঁ -জন-রঙ্গ।
গোবিন্দদাস কহ নিতি নিতি ঐছন
উপজয় রস-পরসঙ্গ।।