রাধাকৃষ্ণ প্রেমরসময় কলেবর।
জয় শ্রীআচার্য্য প্রভু দয়ার সাগর।।
অয়ে প্রভু দয়াময় দয়া করে মোরে।
কাতর হইয়া ডাকি পাই বড় ডরে।।
মোর মন অনিবার সেবিয়া বিষয়।
যত পাপে ডুবাইল কহিল না হয়।।
তোমার সম্বন্ধ মোতে এই ত বিচার।
কৃপা করি কর প্রভু আমার উদ্ধার।।
জয় জয় দীনবন্ধু পতিত-পাবন।
জয় জয় প্রেম-দাতা দেহ প্রেম-ধন।।
এই নিবেদন করোঁ চরণে তোমার।
এ রাধামোহনে এবার করহ উদ্ধার।।