রাধাকৃষ্ণ প্রাণ মোর যূগল কিশোর।
জীবনে মরণে আর গতি নাহি মোর।।
কালিন্দীর তীরে কেলি কদম্বের বন।
রতন বেদীর পর বৈসে দুইজন।।
শ্যামগৌরি অঙ্গে দিব চূয়া চন্দনের গন্ধ।
চামর ঢুলাব কবে হেরি মুখচন্দ।।
গাঁথিয়া মালতীর মালা দিব দোহাঁর গলে।
অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে।।
কৃষ্ণচৈতন্য প্রভুর দাস অনুদাস।
নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ।।