রাতি দিবসে রহু ধন্দ।
ভাদরে বাদর মন্দ।।
মন্দ মনসিজ মনহি দহ দহ
দহই মারুত মন্দ।
তরল জলধর বরিখে ঝরঝর
হামারি লোচন ছন্দ।।
উছল ভূধর পুরল কন্দর
ছুটল নদ নদি সিন্ধুয়া।
হাম সে কুলবতি পরক যুবতি
গমনে জগ ভরি নিন্দুয়া।।
রাতি দিবসে রহু ধন্দ।
ভাদরে বাদর মন্দ।।
মন্দ মনসিজ মনহি দহ দহ
দহই মারুত মন্দ।
তরল জলধর বরিখে ঝরঝর
হামারি লোচন ছন্দ।।
উছল ভূধর পুরল কন্দর
ছুটল নদ নদি সিন্ধুয়া।
হাম সে কুলবতি পরক যুবতি
গমনে জগ ভরি নিন্দুয়া।।