রাজিত চিকুর উপরে নবমালতি
অলিকুল অলকার পাশে।
মলয়জ মাঝে সাজে মৃদু মৃগমদ
তরুণীনয়নবিলাসে।।
সজনি কি পেখলুঁ শ্যামর চান্দে।
তরণীতনয়া তীরে তরু অবলম্বন
তরুণ ত্রিভঙ্গিম ছান্দে।।ধ্রু।।
ও মুখমণ্ডলে ও মণিকুণ্ডল
গণ্ড উজোর ভেল কিরণে।
ইন্দ্রনীলমণি- মুকুর উপরে জনু
করু অবলম্বন অরুণে।।
তরুণ তারাবলি অনিবার ঝলমলি
উরে গজমোতিম হারে।
জ্ঞানদাস কহ পীতধটি অঞ্চল
বিজুরি ঘন অন্ধিয়ারে।।