রাজার ঝিয়ারী কুলের বোহারী
স্বামী-সোহাগিনী নারী।
পিরিতি লাগিয়া এ তিন খোয়ালুঁ
হইলুঁ কুল-খাঁখারী।।
সই কি ছার পরাণ কাজে।
স্বপনে সে জন নাহি দরশন
জগত ভরিল লাজে।।
ধরম করম সব তেয়াগিলুঁ
যাহার পিরিতি সাধে।
জাতি কুলশীল সকল মজিল
সে জনার পরিবাদে।।
ভাবিতে চিন্তিতে হিয়া জর-জর
না রুচে আহার পানি।
কহে বলরাম এ তিন আখর
কেবল দুখের খনি।।